Wellcome to National Portal
Main Comtent Skiped

বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি

বেদে জনগোষ্ঠী বাংলাদেশের মোট জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ। সমাজসেবা অধিদফতরের জরিপমতে বাংলাদেশে বেদে জনগোষ্ঠী প্রায় ৭৫০০০  জন।  বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন তথা এ জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। নিয়েছে।২০১২-১৩ অর্থবছর হতে ২০১৮-১৯ পর্যন্ত বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি দুটি একত্রে ছিল। ২০১৯-২০ অর্থবছরে  এ কর্মসূচি পৃথক হয়ে "বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি "নামে স্বতন্ত্র কর্মসূচি  হিসেবে পরিচালিত হচ্ছে।

কর্মসূচির সংক্ষিপ্ত পটভূমি:  ২০১২ -২০১৩ অর্থ বছর হতে পাইলট কর্মসূচি হিসেবে দেশের ৭টি জেলাকে অর্ন্তভূক্ত করা হয়েছে। ২০১২-১৩ অর্থবছরে বরাদ্দ ছিল ৬৬,০০,০০০ (ছিষট্টি লক্ষ) টাকা। ২০১৩-২০১৪ অর্থ বছরে নতুন  ১৪ জেলাসহ মোট ২১টি  জেলায় এ কর্মসূচি বাস্তবায়িত হয় এবং জেলাগুলো হচ্ছে ঢাকা, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর, শেরপুর, টাঙ্গাইল, চট্টগ্রাম, নোয়াখালী, ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা, পাবনা, নওগাঁ, দিনাজপুর, নীলফামারী, যশোর, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং হবিগঞ্জ। এ কর্মসূচির গত অর্থ বছরে বরাদ্দ ৭,৯৬,৯৮,০০০.০০ (সাত কোটি ছিয়ানব্বই লক্ষ আটানব্বই হাজার) টাকা। ২০১৪-১৫ অর্থ বছরে পূর্বের ২১ জেলায় এ কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে বরাদ্দকৃত অর্থের  পরিমাণ ছিল ৯,২২,৯৪,০০০ টাকা।  ২০১৫-১৬ অর্থ বছরে পূর্বের ২১ জেলা সহ নতুন ৪৩টি জেলায় কর্মসূচি সম্প্রসারণ করে মোট ৬৪ জেলায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। ২০১৫-১৬ অর্থ বছরে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ১৮ (আঠারো) কোটি  টাকা। ২০১৬-১৭ অর্থ বছরে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২০ কোটি ৩০ লক্ষ টাকা। ২০১৭-১৮ অর্থ বছরে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২৭ কোটি টাকা। ২০১৮-১৯ অর্থ বছরে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৫০ কোটি ০৩ লক্ষ টাকা। ২০১৯-২০ অর্থবছরে এ কর্মসূচিটি পৃথক হয়ে বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি নামকরণ হয়। বেদে জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন কর্মসূচির ২০১৯-২০ অর্থ বছরে বরাদ্দ ৯ কোটি ২৩ লক্ষ টাকা । বেদে জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন কর্মসূচির ২০২০-২০২১ অর্থ বছরে বরাদ্দ ৯ কোটি ২৩ লক্ষ টাকা ।

বাস্তবায়িত কার্যক্রম সমূহ :

১. বেদে স্কুলগামী  শিক্ষার্থীদের শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে ৪ স্তরে উপবৃত্তি প্রদান করা হচ্ছে । উপবৃত্তির হার যথাক্রমেঃ

ক) প্রাথমিক স্তর (মাসিক) -   ৭০০/-

খ) মাধ্যমিক স্তর (মাসিক) -    ৮০০/-

গ) উচ্চ মাধ্যমিক স্তর (মাসিক) -   ১০০০/-

ঘ) উচ্চতর স্তর (মাসিক) -       ১২০০/-

২. ৫০ বছর বা তদুর্ধ্ব বয়সের অক্ষম ও অসচ্ছল বেদেদের  মাসিক ৫০০/-  টাকা হারে বিশেষ বয়স্ক ভাতা করে প্রদান ;

৩. বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম বেদে  জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও আয়বর্ধনমূলক  কর্মকান্ডে সম্পৃক্ত করে তাদের সমাজের মূল স্রোতধারায় আনয়ন ।

তারাকান্দা উপজেলায় ২০১৯ -২০২০ অর্থ বছরে এ কর্মসূচী শুরু হয়। বর্তমানে এ কর্মসুচীর উপকারভোগীর সংখ্যা ৭৬ জন। প্রতি মাসে ৬০০ টাকা করে ভাতা প্রদান করা হয়।

 

ছবি

f10599fbc00a3c204abb0e05cf0d26b0

 

সংযুক্তি

pdf দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা, ২০১৩